শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫

খলিলপুর উচ্চ বিদ্যালয় | Debidwar Upazilla | দেবিদ্বার উপজেলা

সবাই তো ভালবাসা চায়
কেউ পায় কেউবা হারায়
তাতে প্রেমিকের কী আসে যায়

সবাই তো ভালবাসা চায়
কতকাল কত সাধনায়
তারে একদিন কাছে পাওয়া যায়।।

(ঐ) ফুল চায় গানে গানে ফাগুন আসুক
অলি চায় রঙে রঙে ফুলেরা হাসুক।

আমি চাই তুমি আস
চুপি চুপি ভালবাস, এই নিরালায়।।

(ঐ) নদী চায় বাড়ে বাড়ে সাগর ডাকুক
তরু চায় লতা তারে জড়িয়ে রাখুক।

আমি চাই তুমি ডাক
পথ চেয়ে বসে থাক, আমারই আশায়।।

kholilpur high school

সবাই তো ভালবাসা চায়
কেউ পায় কেউবা হারায়
তাতে প্রেমিকের কী আসে যায়

সবাই তো ভালবাসা চায়
কতকাল কত সাধনায়
তারে একদিন কাছে পাওয়া যায়।।

(ঐ) ফুল চায় গানে গানে ফাগুন আসুক
অলি চায় রঙে রঙে ফুলেরা হাসুক।

আমি চাই তুমি আস
চুপি চুপি ভালবাস, এই নিরালায়।।

(ঐ) নদী চায় বাড়ে বাড়ে সাগর ডাকুক
তরু চায় লতা তারে জড়িয়ে রাখুক।

আমি চাই তুমি ডাক
পথ চেয়ে বসে থাক, আমারই আশায়।।

SD TANJIR MUNSHI

সবাই তো ভালবাসা চায়
কেউ পায় কেউবা হারায়
তাতে প্রেমিকের কী আসে যায়

সবাই তো ভালবাসা চায়
কতকাল কত সাধনায়
তারে একদিন কাছে পাওয়া যায়।।

(ঐ) ফুল চায় গানে গানে ফাগুন আসুক
অলি চায় রঙে রঙে ফুলেরা হাসুক।

আমি চাই তুমি আস
চুপি চুপি ভালবাস, এই নিরালায়।।

(ঐ) নদী চায় বাড়ে বাড়ে সাগর ডাকুক
তরু চায় লতা তারে জড়িয়ে রাখুক।

আমি চাই তুমি ডাক
পথ চেয়ে বসে থাক, আমারই আশায়।।

জয়পুর কুমিল্লা

ভালবাসার স্বপ্নে ঘেরা।
অনুরাগের ছোয়ায় ভরা সুখের বাসর।।

কখনও এমন করে ছিল না জানা
এ জীবনে আছে যে স্বাদ আছে বাসনা।
সোহাগিনী আমি তোমার পেয়ে যে আদর।।

তোমার এ বাহুর বাধন খোল না প্রিয়
সুখে দুঃখে এ বুকে ঠাই আমাকে দিও
চিরদিন রেখো তোমার প্রেমের দোসর।।

পরমতলা মুরাদনগর কুমিল্লা

ভালবাসার স্বপ্নে ঘেরা।
অনুরাগের ছোয়ায় ভরা সুখের বাসর।।

কখনও এমন করে ছিল না জানা
এ জীবনে আছে যে স্বাদ আছে বাসনা।
সোহাগিনী আমি তোমার পেয়ে যে আদর।।

তোমার এ বাহুর বাধন খোল না প্রিয়
সুখে দুঃখে এ বুকে ঠাই আমাকে দিও
চিরদিন রেখো তোমার প্রেমের দোসর।।

মুগসাইর মুরাদনগর কুমিল্লা

ভালবাসার স্বপ্নে ঘেরা।
অনুরাগের ছোয়ায় ভরা সুখের বাসর।।

কখনও এমন করে ছিল না জানা
এ জীবনে আছে যে স্বাদ আছে বাসনা।
সোহাগিনী আমি তোমার পেয়ে যে আদর।।

তোমার এ বাহুর বাধন খোল না প্রিয়
সুখে দুঃখে এ বুকে ঠাই আমাকে দিও
চিরদিন রেখো তোমার প্রেমের দোসর।।

JOY PUR DEBIDWAR COMILLA

শত জনমের স্বপ্ন
তুমি আমার জীবনে এলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।

এই মধু মিলনে
মালা আর চন্দনে
হৃদয়ের সবটুকু সুবাশ দিয়েছি ঢেলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।

শত জনমের স্বপ্ন
তুমি আমার জীবনে এলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।

জীবনে ও মরণে
মমতার বন্ধনে
চিরদিন কাছে রবে
আমায় যাবে না ফেলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।

শত জনমের স্বপ্ন
তুমি আমার জীবনে এলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।

paramtala muradnagar comilla

শত জনমের স্বপ্ন
তুমি আমার জীবনে এলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।

এই মধু মিলনে
মালা আর চন্দনে
হৃদয়ের সবটুকু সুবাশ দিয়েছি ঢেলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।

শত জনমের স্বপ্ন
তুমি আমার জীবনে এলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।

জীবনে ও মরণে
মমতার বন্ধনে
চিরদিন কাছে রবে
আমায় যাবে না ফেলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।

শত জনমের স্বপ্ন
তুমি আমার জীবনে এলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।

muradnagar

শত জনমের স্বপ্ন
তুমি আমার জীবনে এলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।

এই মধু মিলনে
মালা আর চন্দনে
হৃদয়ের সবটুকু সুবাশ দিয়েছি ঢেলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।

শত জনমের স্বপ্ন
তুমি আমার জীবনে এলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।

জীবনে ও মরণে
মমতার বন্ধনে
চিরদিন কাছে রবে
আমায় যাবে না ফেলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।

শত জনমের স্বপ্ন
তুমি আমার জীবনে এলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।

paramtala s k high school

শত জনমের স্বপ্ন
তুমি আমার জীবনে এলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।

এই মধু মিলনে
মালা আর চন্দনে
হৃদয়ের সবটুকু সুবাশ দিয়েছি ঢেলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।

শত জনমের স্বপ্ন
তুমি আমার জীবনে এলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।

জীবনে ও মরণে
মমতার বন্ধনে
চিরদিন কাছে রবে
আমায় যাবে না ফেলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।

শত জনমের স্বপ্ন
তুমি আমার জীবনে এলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।

debidwar comilla

শত জনমের স্বপ্ন
তুমি আমার জীবনে এলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।

এই মধু মিলনে
মালা আর চন্দনে
হৃদয়ের সবটুকু সুবাশ দিয়েছি ঢেলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।

শত জনমের স্বপ্ন
তুমি আমার জীবনে এলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।

জীবনে ও মরণে
মমতার বন্ধনে
চিরদিন কাছে রবে
আমায় যাবে না ফেলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।

শত জনমের স্বপ্ন
তুমি আমার জীবনে এলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ।।

পরমতলা মুরাদনগর কুমিল্লা

মনে প্রেমের বাত্তি জ্বলে, বাত্তির নিচে অন্ধকার।
এই জীবনে চাইলাম যারে, হইলো না সে আমার।

প্রেমে সৃষ্টি জগৎ-সংসার, সৃষ্টি আদম-হাওয়া।
সেই প্রেমেরি দেখা পাইলে, হইতো সবি পাওয়া।

প্রেমে স্বর্গ প্রেমে নরক, প্রেমে বাঁচা -মরা।
প্রেম কইরো না দেহের সনে,আত্মার সনে ছাড়া।

জয়পুর joypur debidear

সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা
মনে তো মানে না দিলে তো বুঝে না
সোনা বন্ধুর এমনই গুন জল দিলে নিভেনা আগুন
কি দিয়ে নিভাবো আগুন আমায় একটু বল না
সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী
হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে দিলানা
সোনাবন্ধুর প্রেমের তরী চালাই তারে কেমন করি 
পাল তুলিয়া বইসা রইলাম মাঝির দেখা পাইলাম না
সোনাবন্ধু তুই আমারে করলিরে দেয়াওয়ানা
মনে তো মানেনা দিলে তো বুঝে না

আব্দুল গফুর হালী

খলিলপুর kholil pur

'ভালোবাসা'- এক শব্দের মিষ্টি অভিব্যক্তি। এত সুন্দর আর কোনো শব্দ বোধহয় অভিধানে খুঁজে পাওয়া যাবে না। আর ভালোবাসার সেই মিষ্টি মধুর সময়ে প্রেমিক-প্রেমিকার অনুভূতি নিয়ে যুগে যুগে জন্ম নিয়েছে শত শত গীতিকবিতা। আমাদের বাংলা গানের সুরের ভুবনেও ভালোবাসা এক অনন্য বিষয়বস্তু। বহুগুণী শিল্পীর কাছ থেকে আমরা সময়ে সময়ে পেয়েছি ভালোবাসার গান। পাঠক-পাঠিকাদের মনের আঙিনায় মুঠো মুঠো ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা বিভিন্ন সময়ের ১০০টি জনপ্রিয় ভালোবাসার গান নির্বাচন করেছি। ক্যাটাগরি অনুযায়ী আমরা গানগুলোকে সাজিয়েছি। আশা করছি আমাদের পছন্দের সাথে মিলে যাবে আপনাদের পছন্দও।ফোক গান | লোকসংগীতআধুনিক গানব্যান্ডের গান | ব্যান্ড সংগীতছায়াছবির গান | বাংলা ছবির গানরবীন্দ্র সংগীতহাসন রাজার গানবাউল গাননজরুল গীতিলালণের গান

জয়পুর দেবীদ্বার কুমিল্লা

'ভালোবাসা'- এক শব্দের মিষ্টি অভিব্যক্তি। এত সুন্দর আর কোনো শব্দ বোধহয় অভিধানে খুঁজে পাওয়া যাবে না। আর ভালোবাসার সেই মিষ্টি মধুর সময়ে প্রেমিক-প্রেমিকার অনুভূতি নিয়ে যুগে যুগে জন্ম নিয়েছে শত শত গীতিকবিতা। আমাদের বাংলা গানের সুরের ভুবনেও ভালোবাসা এক অনন্য বিষয়বস্তু। বহুগুণী শিল্পীর কাছ থেকে আমরা সময়ে সময়ে পেয়েছি ভালোবাসার গান। পাঠক-পাঠিকাদের মনের আঙিনায় মুঠো মুঠো ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা বিভিন্ন সময়ের ১০০টি জনপ্রিয় ভালোবাসার গান নির্বাচন করেছি। ক্যাটাগরি অনুযায়ী আমরা গানগুলোকে সাজিয়েছি। আশা করছি আমাদের পছন্দের সাথে মিলে যাবে আপনাদের পছন্দও।ফোক গান | লোকসংগীতআধুনিক গানব্যান্ডের গান | ব্যান্ড সংগীতছায়াছবির গান | বাংলা ছবির গানরবীন্দ্র সংগীতহাসন রাজার গানবাউল গাননজরুল গীতিলালণের গান

এস ডি তানজির মুন্সি

তুমি রহমান, তুমি মেহেরবান
অন্ধ গাহেনা শুধু তোমারি গুনগান
বুঝেও বুঝেনা তব শান।।

জনম জনম যদি গাহি
তোমারি করুণা গাওয়া
শেষ হবে নাহি।
ভরেও ভরে না যেন
সাহার এ প্রাণ।।

তোমারি করুণা ঘেরা
সারা দুনিয়া
সেকথা ভাবেন শুধু
বধির হিয়া।
কখনও তোমারে যদি ভুলি
হেদায়াতের আলো দিয়ে
নিও কাছে তুলি।

ঠাই দিও প্রিয়তম
ওগো দয়াময়।।

JOYPUR KHOLIL PUR DEBIDWAR COMILLA

ইয়া রাসুল সালাম আলাইকা
ইয়া হাবীব সালাম আলাইকা
সালাওয়া তুল্লা আলাইকা।।

তুমি যে নূরের নবী
নিখিলের ধ্যানের ছবি
তুমি না এলে দুনিয়ায়
আঁধারে ডুবিত সবি।।

চাঁদ সুরুজ আকাশে আসে
সে আলোয় হৃদয় না হাসে
এলে তাই হে নব রবি
মানবের মনের আকাশে।।

তোমারি নূরের আলোকে
জাগরণ এল ভুলোকে
গাহিয়া উঠিল বুলবুল
হাসিল কুসুম পুলকে।।

নবী না হয়ে দুনিয়ার
না হ'ইয়ে ফেরেশ্তা খোদার
হয়েছি উম্মত তোমার
তার তরে শোকর হাজারবার।

Kholil pur debidwar

হে রাসুল.........
বুঝিনা আমি
রেখেছো বেঁধে মোরে কোন সূতোয় তুমি

জানিনা গোপনে
কেমন করে
হৃদয়ে গড়েছো প্রেমের বলয়

তোমারি নামে আনন্দে দুলি 
তোমারি নামে দুনিয়া ভুলি
কী যাদু রাখা এই নামে তে

খোদারও পরশে যে নাম আরশে
নাম মুহাম্মাদ শুধু মধুময়

স্বার্থবিহীন ছিলে চিরদিন
তুমি ইনসাফের প্রতীক
কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামাত
তুমি যে প্রাণের অধিক

তুমি প্রিয়তম আমিনা নন্দন
কুল মুসলিমের হৃদয় স্পন্দন
তুমি বিনে সবি অন্ধকার

থাকিতে দেহে প্রাণ
তোমারি সম্মান
দেবোনা দেবোনা লুটাতে ধুলোয়......

Sd tanjir

যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়
এঁকেছি সে ফুল মোরা
মনের ওই কাবায়।।

হাবীবে খোদা তিনি নবী কামলিওয়ালা,
তাঁরই ছোঁইয়াতে আজো দুনিয়া উজালা,
তাঁরই বিরহে দু'চোখ
অশ্রু ঝরায়।।

গাহে গুণগান যার খোদ খোদাতায়ালা,
কবি- আকবি গাঁথে শত সুরমালা,
ঝরে ধারা অবিরত 
কভু না ফুরায়।।

যাঁরে খোদা ডেকে নিয়ে আরশ পাকে,
মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে,
তাঁরই প্রেমে কাতর এ বুক
জ্বলে পুড়ে যায়।।

-তোফাজ্জল হোসাইন খান-

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫

Debidwar Upazila - Schools Colleges and Madrashas List of all the Educational Institutions like Primary and High Schools, Colleges and Madrashas etc in Debidwar Upazila has been published in this post. I tried to find websites of those institution but only a few of the institutions runs their own Web Portal and institute based on City based are main have their web portal. If you find any mistake or wrong info in this blog than please let me know and you are hardly requested if you know any web address of any one of those institutions than please make me a Comment. List of all the Schools (Primary and High Schools) in Debidwar upazila: BEHAR MONDOL SHAHID PA JUNIOR SCHOOL CHULASH IDEAL JUNIOR HIGH SCHOOL DESHNETRI BEGUM KHALEDA ZIA JUNIOR GIRLS SCHOOL FATEHABAD TECHNICAL JUNIOR SECONDARY SCHOOL OXFORD INTERNATIONAL SCHOOL YOSUFPUR IDEAL JUNIOR SCHOOL ABDULLAPUR HAZI AMIR HIGH SCHOOL ALAHABAD HIGH SCHOOL BAKASHER HIGH SCHOOL BAKRI KANDI ADARSHA HIGH SCHOOL BALLA VPUR HIGH SCHOOL BANGURI HIGH SCHOOL BARASHAL GHAR U.M. A. HIGH SCHOOL BARUR ALI HOSSAIN HIGH SCHOOL BHANI IDEAL HIGH SCHOOL BHIRALLA S.K. HIGH SCHOOL BURIR PAR HIGH SCHOOL CHANDPUR MODEL TECHNICAL HIGH SCHOOL CHAR BAKOR HIGH SCHOOL CHHOTNA MODEL HIGH SCHOOL DEBIDWAR ALIHAJ AJGOR ALI MUNSHI GIRLS HIGH SCHOOL DEBIDWAR MOFIZ UDDIN AHMED PILOT GIRLS HIGH SCHOOL DEBIDWAR REAZ UDDIN PILOT HIGH SCHOOL DHAMPTIHABIBUR RAHMAN HIGH SCHOOL FATEHABAD HIGH SCHOOL FULTALI HIGH SCHOOL GANGAMANDAL RAJ INSTITUTION GOPAL NAGAR HIGH SCHOOL HAZI ABID ALI HIL FUL FUZUL ASHA HIGH SCHOOL JAFORGONJ BEGUM MAZEDA AHSAN MUNSI GIRLS HIGH SCHOOL KHAIRABAD ADARSHA HIGH SCHOOL KHALIL PUR HIGH SCHOOL KURCHHAP HIGH SCHOOL MARICHA SAYED ALI HIGH SCHOOL MASHIKARA HIGH SCHOOL MOHAMMADPUR A. R HIGH SCHOOL MOHANPUR HIGH SCHOOL MOHESH PUR HIGH SCHOOL MORICHA KANDA ADARSHA HIGH SCHOOL MORICHAKANDA ZIA SMRITY ADARSHA HIGH SCHOOL MUGSHAIR AGARAGRAM HIGH SCHOOL NABIA BAD HIGH SCHOOL NURPUR M ALI AND A BARI HIGH SCHOOL PROJAPATI D.L.HIGH SCHOOL RAJAMEHAR HIGH SCHOOL SAICHAPARA B.J. M. A. MAZID HIGH SCHOOL SHAITALA ALHAZ JUNAB ALI JUNIOR HIGH SCHOOL SURJAPUR HIGH SCHOOL TULAGAON DR. MOHABBAT ALI HIGH SCHOOL List of all the Madrashas in Debidwar upazila: ALAHABA D.J.S. DHAKHIL MADRASAH BALLAVPUR ISLAM SENIOR (ALIM) MADRASHA BANGURI ISLAMIA DAKHIL MADRASAH BARERA MOHILA DAKHIL MADRASAH BETORA DAKHIL MADRASHA BHAISHERKOT ISLAMIA DAKHIL MADRASHA CHANDRA NAGAR ISLAMI DAKHIL MADRASAHA GOPAL NAGAR MAJID KHAN JOHORA KH. DAKHIL MADRASHA JAFARGANJ DARUSSUNNAT ISLAMIA D.MADRASHA JAFRABAD ISLAMIA DAKHIL MADRASAH KATAKSHAR ISLAMIA DAKHIL MADRASAH MOHESHPUR WEST PARA ISLAMIA DAKHIL MADRASHA NABIABAD ISLAMIA DAKHIL MADRASHA NUR MANIKCHAR ISLAMIA DAKHIL MADRASHA SHAHAR PAR GAWSUL AZAM DAKHIL MADRASAH SUBIL SALIM ULLAH ISLAMIA DAKHIL MADRASHA TULAGAON DAKHIL MADRASAH BAGMARA ISLAMIA DAKHIL MADRASHA CHARBAKOR D.S.I ALIM MADRASHA FATEHABAD PEER SHAHEB MAOLANA FAZLUL HOQUE JAMEA ISLAMIA ALIM MADRASHA GUNAIGHAR DARUS-SUNNAT AHMADIA ALIM MADRASAH MOHAMMADPUR ISLAMIA ALIM MADRASHA PODUA ISLAMIA ALIM MADRASHA WAHEDPUR ISLAMIA ALIM MADRASAH DEBIDWAR ISLAMIA FAZIL MADRASHA JOYPUR M.B. FAZIL MADRASHA RAJAMEHAR ISLAMIA FAZIL MADRASHA SULTANPUR FAZIL MADRASHA DHAMPTI ISLAMIA KAMIL MADRASHA SYEDPUR KAMIL MADRASHA List of all the Colleges in Debidwar upazila: ALAHABAD COLLEGE BARASHAL GHAR ADARSHA COLLEGE ROWSHAN ARA COLLEGE JAFARGONJ MIR ABDUL GAFUR COLLEGE MOHAMMADPUR SERAJUL HAQUE COLLEGE MOHANPUR PUBLIC COLLEGE RAJAMAHERENG.MONJURUL AHSAN MUNSI ADARSH COLLEGE DEBIDWAR SUJAT ALI GOVERNMENT COLLEGE DEBIDAR AL-HAJ ZOBEDA KHATUN MOHILA COLLEGE DUARIA A.G.MODEL ACADEMY ADARSHA TECHNICAL AND BUSINESS MANAGEMENT

JOYPUR M.B. FAZIL MADRASHA

তুমি আমার কাছে আকাশের মতো, যখন ইচ্ছে হয় আমার মনের জানালাটা খুলে দেই, আমার দিগন্তজুড়ে তোমায় দেখি, কিন্তু তোমায় ছোঁয়ার স্পর্ধা দেখাই না। আমি স্বপ্নবাজ মানুষের মতো তোমায় ছোঁয়ার স্বপ্ন দেখি।

JOYPUR M.B. FAZIL MADRASHA

সকল প্রণয়ের পরিণতি যে পরিণয় পর্যন্ত পৌছাঁবে, এমন প্রতিজ্ঞার প্রথা নেই। কিছু কিছু প্রণয় প্রাণোচ্ছ্বাসের প্রাচূর্যকে পূর্ণতা দেয়। আবার প্রাণবেদনায় প্রাচীর পরিচয়ে পরিচিতি পায়। প্রণয় প্রধানত প্রাণের প্রেরণার তরে হলে সেই প্রণয়ের প্রাসঙ্গিকতা প্রকাশ পায়।

JOYPUR M.B. FAZIL MADRASHA

ড. মুহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, 'একজন মানুষের তিনটি 'মা' আছে। এক ব্যক্তি মা, দুই মাতৃভাষা, তিন মাতৃভূমি।

JOYPUR M.B. FAZIL MADRASHA

তোমার চির-চেনা পথের ঐ সীমা ছাড়িয়ে, এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে। চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে; একবার, শুধু একটি বার হাতটা দাও বাড়িয়ে।। আসবেনা ফিরে তুমি জানি কোনদিন, তবু প্রার্থনা তোমার জন্য; হবে না মলিন।।।, হবেনা মলিন।।

JOYPUR M.B. FAZIL MADRASHA

জীবন শুরু হয় কান্না দিয়ে , শেষ হয় অন্যর কান্না দিয়ে ..মাঝের শুন্যস্থানটা যতটা সম্ভব আনন্দ দিয়ে ভরিয়ে তোলো ..নিজে সুখী হও এবং অন্যকেও করো ..... ।।