সকল প্রণয়ের পরিণতি যে পরিণয় পর্যন্ত পৌছাঁবে, এমন প্রতিজ্ঞার প্রথা নেই। কিছু কিছু প্রণয় প্রাণোচ্ছ্বাসের প্রাচূর্যকে পূর্ণতা দেয়। আবার প্রাণবেদনায় প্রাচীর পরিচয়ে পরিচিতি পায়। প্রণয় প্রধানত প্রাণের প্রেরণার তরে হলে সেই প্রণয়ের প্রাসঙ্গিকতা প্রকাশ পায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন